এলআইসি। ছবি: সংগৃহীত।
ভারতীয় জীবন বিমা সংস্থা বা লাইফ ইনশিয়োরেন্স কোম্পানি (এলআইসি) লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। একাধিক শূন্যপদ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার কার্যালয়ে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এএও) জেনারেলিস্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এএও) স্পেশালিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল এবং ইলেক্ট্রিক্যাল) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৮৪১। নিযুক্তদের ‘প্রবেশন’-এ রাখা হবে এক বছর থেকে সর্বাধিক দু’বছর।
পদ অনুযায়ী, প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ অথবা ২১ থেকে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৮৮,৬৩৫ থেকে ১,৬৯,০২৫ টাকা। এ ছাড়াও থাকবে বিশেষ সুযোগ সুবিধা।
পদ অনুযায়ী, যোগ্যতার আলাদা মাপকাঠি থাকলেও প্রতি পদে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে।
সমস্ত পদের জন্যই প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। বাছাই করা পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হবে নিয়োগ পরীক্ষা।
প্রার্থীরা এলআইসি-র ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ৮৫ এবং ৭০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও রয়েছে অতিরিক্ত জিএসটি এবং ট্রানজ়াকশন চার্জ। আবেদনের শেষ দিন আগামী ৮ সেপ্টেম্বর। পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।