আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এ জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রতিষ্ঠান থেকে এমএসসি কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। পড়তে পারবেন রসায়ন, অ্যাপ্লায়েড জিওলজি, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, পদার্থবিদ্যা এবং ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্স।
পড়ুয়াদের মোট দু’টি বিভাগে স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। গ্রুপ এ-তে শুধুমাত্র জ্যাম (জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স) উত্তীর্ণ এবং গ্রুপ বি-তে জ্যাম উত্তীর্ণ না হওয়া পড়ুয়াদের ভর্তির সুযোগ মিলবে। তবে সমস্ত বিষয়ে এমএসসি-র জন্য পড়ুয়াদেরই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।
যাঁরা জ্যাম উত্তীর্ণ তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জ্যাম-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোর্সে ভর্তি নেওয়া হবে। অন্য দিকে, যাঁরা জ্যাম উত্তীর্ণ নন, তাঁদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে।
এ জন্য আগ্রহীদের প্রথমে মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৫০০ এবং ১০০০ টাকা। আগামী ২৪ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।