PG Admission 2025

দার্জিলিঙের অন্যতম ভাষা ‘নেপালি’ -তে উচ্চশিক্ষার সুযোগ, সরকারি কলেজে শুরু ভর্তি প্রক্রিয়া

নেপালি ভাষায় দার্জিলিঙের ৩৯.৮৮ শতাংশ ব্যক্তি কথা বলেন। ওই ভাষাভিত্তিক বিষয় নিয়েই স্নাতকোত্তর স্তরে শিক্ষার্থীদের ভর্তি নেবে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:৩৬
Share:

দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। নিজস্ব চিত্র।

রাজ্যের সরকারি কলেজ নেপালি ভাষা নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ২০২০-র জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় ভাষায় পঠনপাঠনের উপর বিশেষ ভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে। তবে, এই নীতি আরোপের আগে থেকেই বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে একাধিক আঞ্চলিক ভাষা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়ে থাকে। এমন একটি ভাষা নেপালি, যে ভাষায় দার্জিলিঙের ৩৯.৮৮ শতাংশ ব্যক্তি কথা বলেন। ওই জেলারই দার্জিলিং গভর্নমেন্ট কলেজের তরফে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। ওই কলেজের নেপালি বিভাগে মোট ৫০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

  • নেপালি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিষয়টি নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
Advertisement
  • এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
  • ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

আসন সংরক্ষণ সংক্রান্ত তথ্য:

রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের তরফে প্রকাশিত বিধি অনুযায়ী, কলেজের ৫০টি আসনের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ৪০টি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ১০টি আসন সংরক্ষিত করা হয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পড়ুয়াদের জন্য মোট ন’টি আসন বরাদ্দ রয়েছে।

খরচ কত?

  • স্নাতকোত্তর স্তরে নেপালি বিষয়ে ভর্তি হওয়ার জন্য ১২৫ টাকা, টিউশন ফি ৭৫০ টাকা, লাইব্রেরি ফি ২০ টাকা, সেশন ফি ৩০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
  • অনলাইনে সমস্ত টাকা জমা দিতে হবে।

আবেদন কী ভাবে?

  • ৮ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত অনলাইনে পোর্টাল মারফত আবেদন পাঠাতে পারবেন।
  • ২৩ অগস্ট মেধাতালিকা প্রকাশ করা হবে।
  • তবে নথি যাচাই করার জন্য কলেজে ১ সেপ্টেম্বর উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিন থেকেই ক্লাস শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement