দিশান্ত বসু। ছবি: সংগৃহীত।
খাতায় রং তুলি দিয়ে আঁকা যেমন পছন্দের। তেমনি পছন্দ বিজ্ঞানচর্চা। এ বার সেই পছন্দের বিষয় নিয়েই জাতীয় স্তরের পরীক্ষায় সেরার সেরা এক বাঙালি। চলতি বছরের ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) আয়োজিত আইসার অ্যাপ্টিটিউড টেস্ট (আইএটি)-এ প্রথম স্থান দখল করে নিয়েছে দিশান্ত বসু।
দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা দিশান্ত। ছোট থেকে দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কেই পড়াশোনা। মেধাবী এই পড়ুয়ার সিবিএসই-র দশম এবং দ্বাদশে প্রাপ্ত নম্বর ছিল ৯৮.৪ শতাংশ ৯৬.৪ শতাংশ। বরাবরই বিজ্ঞান গবেষণার প্রতি ঝোঁক। আর এই পছন্দই তাঁকে জাতীয় স্তরে আয়োজিত আইএটি পরীক্ষায় শীর্ষ স্থানে বসিয়েছে। পরীক্ষায় ২৪০-এ তাঁর প্রাপ্ত নম্বর ২৪০।
দিশান্ত বলেছেন, “এই পরীক্ষার জন্য আলাদা ভাবে কোনও প্রস্তুতি নিতে হয়নি। যে ভাবে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেন, জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন অ্যাডভান্সড এবং নিট-এর জন্য পড়েছিলাম, তাতেই প্রস্তুতি হয়ে গিয়েছিল।” আর সময়? দিশান্তের উত্তর, “কোনও ধরাবাঁধা সময় ছিল না। সারাদিনই পড়তাম। তবে অবসরে আঁকতেও ভালবাসি। ” দিশান্তের স্বপ্ন এর পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে পদার্থবিদ্যা নিয়ে গবেষণার।
বাবা চিকিৎসক, মা ইন্টিরিয়ার ডিজ়াইনার। বাড়িতে রয়েছে ছোট বোনও। চারজনের এই সংসার আপাতত ছেলের সাফল্যে খুশিতে উদ্বেল। ছেলের স্বপ্নে উড়ান বরাবরের মতই পাশে থাকতে চান তাঁরাও।