ডিআরডিও-র তরফে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতীকী চিত্র।
মেকানিক্যাল বা পলিমার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরে পড়ছেন? কিংবা কৃত্রিম মেধায় স্নাতকোত্তর স্তরে পড়াশোনা চলছে? এমন ব্যক্তিরা সরাসরি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিআরডি)-এ ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্ট্যাবলিশমেন্টে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ওই বিভাগে ভারতীয় সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের যন্ত্র উৎপাদন এবং পরীক্ষা-নিরীক্ষার কাজ চলে। সেই বিভাগেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা ছ’মাস থেকে ১১ মাস পর্যন্ত ‘পেড ইন্টার্নশিপ’ করতে পারবেন। ভাতা বা স্টাইপেন্ড হিসাবে প্রতি মাসে ইন্টার্নদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে। মোট ৪০ জন পড়ুয়া এই সুযোগ পাবেন।
প্রার্থীদের মেধার ভিত্তিতে ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরের সপ্তম বা অষ্টম সেমিস্টারে কিংবা স্নাতকোত্তর পর্বের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। ইমেল আইডি মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুলাই।
বাছাই করা প্রার্থীদের সঙ্গে ২৫ জুলাইয়ের মধ্যে যোগাযোগ করা হবে। ইন্টার্নশিপ শুরু হবে ১ অগস্ট থেকে। কী ভাবে আবেদন করবেন, তার বিশদ তথ্য ডিআরডিও-র ওয়েবসাইট (drdo.gov.in) থেকে পেয়ে যাবেন।