প্রতীকী চিত্র।
শিক্ষকতা করতে চান? দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই এই পেশায় যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন। এ জন্য আগ্রহীদের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি)-এর অধীনে স্নাতক স্তরে পড়াশোনা করতে হবে। এই প্রোগ্রামের সাহায্যে স্নাতক স্তরে বিজ্ঞান, কলা কিংবা বাণিজ্য শাখার কোনও বিষয়ের সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি অর্জন করা যেতে পারে।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই বিশেষ ডুয়াল ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, সংশ্লিষ্ট কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে, যাতে স্নাতক স্তরে পড়ার সময়ই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার খুঁটিনাটি পড়ুয়ারা শিখে নিতে পারেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের তরফে সংশ্লিষ্ট ডুয়াল ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা ২ জুলাই পর্যন্ত আবেদন জানাতে পারবেন। দ্বাদশের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের বিষয়ে ৬০ শতাংশ নম্বর পেয়েছেন এবং চলতি বছরের ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্টে (এনসিইটি) সাতটি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
সাধারণত, এই পরীক্ষায় বসার সুযোগ পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণ যে কোনও বিভাগের পড়ুয়াই। এর পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ডুয়াল ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারেন। তবে, আইআইটি ভুবনেশ্বরে পদার্থবিদ্যা, রসায়ন, ম্যাথমেটিক্স এবং অর্থনীতি— এই চারটি বিষয়ে বিএসসি-বিএড করার সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য এনসিইটি-র ডোমেন সাবজেক্টে উল্লিখিত বিষয়গুলি থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে মোট আসন সংখ্যা ৫০।
অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। এর সঙ্গে সেমিস্টার ফি হিসাবে ৫ হাজার, ওয়ান টাইম ফি হিসাবে ৮ হাজার টাকা জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর চারটি পর্বে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে আইআইটি ভুবনেশ্বর। এই সম্পর্কে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (new.iitbbs.ac.in) দেখে নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, চলতি বছর এনসিইটি-র ফল ১৬ জুন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষায় ৫৪,৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪,২৯৭ জন।