আইআইএম মুম্বই। ছবি: সংগৃহীত।
দেশের আর্থিক বাজারের উপরেই নির্ভরশীল দেশের অর্থনৈতিক অবস্থা। আধুনিক অর্থনীতি ক্রমপরিবর্তিতশীল। আর্থিক ঝুঁকির দিকটি খতিয়ে দেখাও যে কোনও সংস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই পেশাদারদের এই বিষয়ের খুঁটিনাটি পড়াবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), মুম্বই।
প্রতিষ্ঠানের তরফে ‘অ্যাপ্লায়েড ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ে এগজ়িকিউটিভ সার্টিফিকেট কোর্স করানো হবে। পাঠক্রমটি পড়ানো হবে অনলাইনে। ক্লাস চলবে আট মাস ধরে। কোর্স মূল্য ১,৬০,০০০ টাকা। এককালীন বা কিস্তির মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন পড়ুয়ারা।
মূলত পেশাদারদের সুবিধার জন্যই এই কোর্স করাবে প্রতিষ্ঠান। তাঁদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক যোগ্যতা অর্জন করতে হবে। থাকতে হবে এক বছরের পেশাগত অভিজ্ঞতা।
কোর্সের ক্লাস করাবেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকেরা। পাঠ্যক্রমে থাকবে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ফিনটেক, ক্লাইমেট রিস্ক, মার্কেট রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট-এর মতো জরুরি বিষয়।
কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে প্রতিষ্ঠানের তরফে। এর পর পেশা ক্ষেত্রে ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট, রিস্ক ম্যানেজার, মার্কেট রিস্ক অ্যানালিস্ট, কমপ্লায়েন্স অফিসার, চিফ রিস্ক অফিসার, ফিন্যান্স ম্যানেজার, ইনভেস্টমেন্ট রিস্ক অ্যানালিস্ট-সহ নানা পদে চাকরির সুযোগ মিলতে পারে।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর।