বিশেষ শর্তে চাকরিজীবীরাও পিএইচডি করার সুযোগ পেতে পারেন। প্রতীকী চিত্র।
চাকরির অভিজ্ঞতা ব্যবহার করে পিএইচডি করার সুযোগ পেতে পারেন। এর জন্য পার্ট-টাইম পিএইচডি প্রোগ্রামে শামিল হওয়া প্রয়োজন। এই বিশেষ ব্যবস্থা গবেষণায় আগ্রহী চাকরিজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে চাকরি বজায় রেখেও পছন্দের বিষয় নিয়ে গবেষণা করা সম্ভব হবে।
বিজ্ঞান, কলা, বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা এই বিশেষ পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। পিএইচডি ডিগ্রির মতই পার্ট-টাইম পিএইচডি ডিগ্রির সমান গুরুত্ব রয়েছে। তবে, এ ক্ষেত্রে গবেষণার কাজ এবং ডিগ্রি অর্জনের জন্য তিন থেকে ছ’বছর পর্যন্ত সময় পাবেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র তরফে ২০২২-এ সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই বিশেষ ডিগ্রি কোর্স করানোর অনুমোদন দেওয়া হয়েছিল। এ ছাড়াও জাতীয় শিক্ষানীতি ২০২০-ও এই ডিগ্রিকে মান্যতা দিয়েছে। তাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর; ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পিএইচডি-র জন্য ২০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ফি হিসাবে জমা দিতে হবে।
চলতি শিক্ষাবর্ষে আইআইএসইআর, কলকাতার তরফে বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস এবং আর্থ সায়েন্সেস বিষয়ে পার্ট-টাইম পিএইচডি করার সুযোগ দেওয়া হচ্ছে। ওই প্রতিষ্ঠানটি থেকে পিএইচডি করতে আগ্রহীদের কর্মরত সংস্থার নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জমা দিতে হবে।
২৩ জুলাই পর্যন্ত আইআইএসইআর কলকাতা অনলাইনে পার্ট-টাইম পিএইচডি-র জন্য আবেদন গ্রহণ করবে। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের তালিকা ২৪ জুলাই প্রকাশ করবে। ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত ইন্টারভিউ চলবে। পিএইচডি-র রেজিস্ট্রেশন চলবে ৩১ জুলাই পর্যন্ত।
রাজ্যের বাইরে আইআইটি-র দিল্লি, কানপুর, বোম্বে; জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
তবে, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পার্ট-টাইম পিএইচডি করার সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে কোর্স ফি হিসাবে এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।