আইআইএসডব্লিউবিএম। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয় সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবার ডিগ্রি কোর্স। এর মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-ও। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে চলতি শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
দেশের প্রাচীনতম ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান আইআইএসডব্লিউবিএম। সেখানেই পড়ানো হবে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক (এমএসডব্লিউ)। স্নাতকোত্তর এই কোর্সটির মেয়াদ দু’বছর। যা চারটি সেমেস্টারে বিভক্ত। সব মিলিয়ে কোর্স ফি-র পরিমাণ ৩,০০,০০০ টাকা।
সংশ্লিষ্ট কোর্সে চাইল্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কারেকশনাল সোশ্যাল ওয়ার্ক, কমিউনিটি অর্গানাইজ়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং লেবার ওয়েলফেয়ারের মতো নানা বিষয়ে স্পেশ্যালাইজ়েশনের সুযোগ পাবেন পড়ুয়ারা। সুযোগ রয়েছে সামার ইন্টার্নশিপ এবং ফিল্ড ওয়ার্কেরও। প্রতিষ্ঠানেই ক্লাসের আয়োজন করা হবে।
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। এ ছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতে সমস্ত নথি পাঠিয়েও আগ্রহীরা কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২৪ জুন।
কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের মূল্যায়ন করা হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে আগামী জুলাই মাসে। এর পর ক্লাস শুরু ৫ অগস্ট থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।