IIM Mumbai Admission 2026

আইআইএম মুম্বই থেকে পড়ুয়া এবং কর্মরতদের জন্য পিএইচডি-র সুযোগ, আবেদন কী ভাবে?

বর্তমানে বাণিজ্য এবং শিল্পক্ষেত্রের জন্য প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে গবেষণা করা যাবে প্রতিষ্ঠান থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৮
Share:

আইআইএম মুম্বই। ছবি: সংগৃহীত।

পড়ুয়াদের পাশাপাশি কর্মরতদের জন্যও উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) মুম্বই। দু’ধরনের পিএইচডি কোর্সে ভর্তির আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, এ জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনেই।

Advertisement

বর্তমানে বাণিজ্য এবং শিল্পক্ষেত্রের জন্য প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে গবেষণা করা যাবে প্রতিষ্ঠান থেকে। এর মধ্যে অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, অর্গানাইজ়েশনাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, ইকোনমিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি এবং সাস্টেনেবিলিটি ম্যানেজেমেন্ট-এর মতো বিভিন্ন বিষয় রয়েছে।

প্রতিষ্ঠানে ‘রেগুলার’ এবং ‘এগ্‌জ়িকিউটিভ’— দু’টি পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। দু’টি প্রোগ্রামেরই মেয়াদ পাঁচ বছর। ‘রেগুলার’ পিএইচডি-র জন্য আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর, পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম বা দু’বছরের পিজি ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

একই ভাবে ‘এগ্‌জ়িকিউটিভ’ পিএইচডি-র ক্ষেত্রে চার বছরের স্নাতকে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর এবং চার বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও অন্য যোগ্যতা থাকলে সংশ্লিষ্ট কোর্সে আবেদন জানানো যাবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, রিসার্চ প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement