IISWBM Admission 2026

এমবিএ করবেন? পরবর্তী শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ প্রতিষ্ঠানে

ক্লাস শুরু হবে ২০২৬ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪
Share:

প্রতীকী চিত্র।

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) থেকে উচ্চশিক্ষার সুযোগ। মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে পড়ুয়া ভর্তি নেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানে। এই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য অনলাইন অথবা অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য এমবিএ কোর্সের দিবা বিভাগে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সটি দু’বছরের। যা মোট চারটি সেমেস্টারে বিভক্ত। কোর্সের ক্লাস শুরু ২০২৬ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে। কোর্স ফি-র পরিমাণ ৮ লক্ষ ৩০ হাজার টাকা।

সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে বিজ়নেস স্ট্যাটিস্টিকস্‌, ফিন্যানশিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল ইকোনমিকস্‌, ডেটা অ্যানালিটিকস্‌-এর মতো একাধিক বিষয়। স্পেশ্যালাইজ়েশন করা যাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড অপারেশনস্‌ ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যানালিটিকস্‌ অ্যান্ড অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ে।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। যাঁরা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এলএলবি ডিগ্রি প্রোগ্রামে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন এই কোর্সে।

সংশ্লিষ্ট কোর্সে ২০২৫ সালের ক্যাট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। আগামী ২৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement