Postgraduate Diploma Admission 2026

প্রযুক্তির সাহায্য নকশা তৈরির কারিগরি বিদ্যা অর্জনের সুযোগ, ক্লাস করা যাবে অনলাইনেই

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে-র তরফে ইনটের‌্যাকশন ডিজ়াইন নিয়ে অনলাইনে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৩:১৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিজিটাল পদ্ধতিতে ইঞ্জিনিয়ারিং থিয়োরি প্রয়োগ করে নির্মাণের নকশা তৈরি করা যায়। শুধু তাই নয়, যে কোনও ধরনের সামগ্রী বা যন্ত্র তৈরির নকশা তৈরির জন্য প্রযুক্তিকে ব্যবহার করা সম্ভব। এমন নকশা তৈরির খুঁটিনাটি বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে।

Advertisement

প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল ডিজ়াইন সেন্টার স্কুল অফ ডিজ়াইন-এর অধীনে ওই বিষয়টি শেখানো হবে। অনলাইনে ইনটের‌্যাকশন ডিজ়াইন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করাবে ওই স্কুল। ওই ক্লাসের মাধ্যমে ডেটা ভিস্যুয়ালাইজ়েশন, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, ডিজ়াইনের তত্ত্ব, ভার্চুয়াল অ্যান্ড অগমেন্টেন্ট রিয়্যালিটি— সমস্ত বিষয় নিয়ে শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা।

ডিজ়াইন, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার শাখার পাশাপাশি, ফাইন আর্টস, অ্যাপ্লায়েড আর্টস, ইনফরমেশন আর্কিটেকচার, আর্গনমিক্স নিয়ে স্নাতক স্তরে ডিগ্রিপ্রাপ্তেরা ওই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা ইন্টারফেস ডিজ়াইনার, ইউজ়ার এক্সপেরিয়েন্স ডিজ়াইনার, ওয়েব ডেভেলপার, ইনফরমেশন আর্কিটেক্ট, গ্রাফিক ডিজ়াইনার, ভিস্যুয়াল ডিজ়াইনার, কপিরাইটার, প্রোডাক্ট ম্যানেজার পদে কাজের অন্তত তিন বছরের পূর্ব অভিজ্ঞতা রয়েছে— তাঁরাও ক্লাসে যোগদানের সুযোগ পাবেন।

Advertisement

অনলাইনেই ক্লাস, পরীক্ষা এবং অ্যাসেসমেন্ট চলবে। তবে, কিছু কিছু পরীক্ষা আইআইটি বোম্বে-র ক্যাম্পাসে গিয়ে দিতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ২,৫০০ টাকা ধার্য করা হয়েছে। এক বছরের এই ডিপ্লোমা অর্জনের পর আইআইটি বোম্বে-র তরফে শংসাপত্র দেওয়া হবে। আইআইটি বোম্বে-র ওয়েবসাইট মারফত আবেদন পাঠানোর সুযোগ থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement