PG Admission 2026

যোগ বিজ্ঞান পড়ার সুযোগ মণিপুর বিশ্ববিদ্যালয়ে, ভর্তি হতে প্রয়োজন প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া

মণিপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞান, কলা, বাণিজ্য, ম্যানেজমেন্ট শাখার একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৩:১৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যোগ বিজ্ঞান অর্থাৎ যোগ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেবে মণিপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন-এর (কুয়েট পিজি) মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ওই প্রবেশিকা ২০২৬-এর মে মাসে হতে চলেছে।

Advertisement

কী কী বিষয়ে ভর্তি নেওয়া হবে?

আইন, অর্থনীতি, বাণিজ্য, হিন্দি, ভূগোল, ইতিহাস, প্রাচীন ইতিহাস ও প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব, মণিপুরি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, শারীরবিদ্যা, রাশিবিজ্ঞান, প্রাণিবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, এডুকেশন, গণজ্ঞাপন, ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ়, ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ়, ফিজ়িক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, ইস্ট এশিয়ান স্টাডিজ়, সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ়, টিচার এডুকেশন, অন্ত্রেপ্রেনিওরশিপ অ্যান্ড ফরেন ট্রেড, টুরিজ়ম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন, ইংলিশ অ্যান্ড কালচারাল স্টাডিজ়, ফরেস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ মিলবে।

Advertisement

চলতি বছর পরীক্ষায় আবেদনের জন্য পরীক্ষার্থীরা তাঁদের বাসস্থানের বর্তমান ঠিকানার সাপেক্ষে চারটি কেন্দ্রের নাম বেছে নিতে পারবেন। যদি পরে তাঁরা পরীক্ষা কেন্দ্র বদলাতে চান, তাঁরা সেই সুযোগও পাবেন। এ জন্য আবেদন ফর্মের ত্রুটি সংশোধনের জন্য বরাদ্দ সময়সীমার মধ্যে পরীক্ষা কেন্দ্রের তথ্যও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পোর্টাল মারফত ‘আপডেট’ করতে হবে।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য আইন থেকে শুরু করে বিভিন্ন ভাষা ও সাহিত্য, ইঞ্জিনিয়ারিং থেকে আচার্য পেপারস— মোট ১৪৫টি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন স্নাতকেরা। অনলাইনে নাম নথিভুক্তিকরণের জন্য ১৪ জানুয়ারি পর্যন্ত এনটিএ-এর পোর্টাল খোলা থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement