HS 3rd Semester Result 2025

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার আগেই ওএমআর শিট আপলোড! ভাবনায় শিক্ষা সংসদ

সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে দেবে পড়ুয়ারা। তবে, পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষা সংসদের ওয়েবসাইটে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবে পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:৪৮
Share:

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফল (রেজ়াল্ট) হাতে পাওয়ার আগেই ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এমনই ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

চলতি বছর সেপ্টেম্বরে হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টার। পরীক্ষার্থীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ৩৫ নম্বরের পরীক্ষা হবে ওএমআর শিটে। সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে দেবে পড়ুয়ারা। তবে, পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষা সংসদের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবে পড়ুয়ারা।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘আমরা মূলত আরটিআই (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট) কমাতে এই ব্যবস্থা নিতে চাইছি। এ ছাড়াও অবশ্যই এই ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা বজায় থাকবে।’’

Advertisement

আগামী সপ্তাহে শিক্ষা সংসদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে খবর। সেখানে দু’টি বিষয় প্রস্তাব আকারে পেশ করা হবে। চিরঞ্জীব জানিয়েছেন, ওই দু’টি প্রস্তাবের মধ্যে যে কোনও একটি গৃহীত হবে। প্রথম প্রস্তাবটি হল, পড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পড়ুয়ারা তৃতীয় সিমেস্টারের প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবে। দ্বিতীয় বিষয় হল, ফল প্রকাশের আগেই পড়ুয়াদের উত্তরপত্র যাচাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে তাঁদের ওয়েবসাইটে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং উত্তর সংকেত (আনসার কি) দিয়ে দেওয়া হবে। প্রতিটি পড়ুয়াকে তাঁদের মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পড়ুয়ারা শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে এবং ফলাফল বুঝতে পারবে। পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরাসরি রেজ়াল্ট দেওয়া হবে।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “এই ব্যবস্থা চালু হওয়ার ফলে যেমন স্বচ্ছতা আসবে, তেমনি পড়ুয়ারা নিজেদের মূল্যায়নও নিজেরা করতে পারবে।’’

উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সিমেস্টার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারের। তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১২ দিন চলবে পরীক্ষা। চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। চতুর্থ সিমেস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম ও তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোকেশন্যাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সিমেস্টারের পরীক্ষা হবে। তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement