আইএসিএস। ছবি: সংগৃহীত।
গরমের ছুটিতে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। পড়ুয়াদের জন্য হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই কেন্দ্রীয় গবেষণা সংস্থা। এই বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, এর জন্য পড়ুয়াদের থেকে অনলাইনেই আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে সামার ইন্টার্ন পদে নিয়োগ হবে। যাঁরা প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেসের ল্যাবরেটরিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। চলবে এক মাসব্যাপী। এই সময়ে তাঁদের সাম্মানিক বাবদ ১০,০০০ টাকা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে কতগুলিতে শূন্যপদে নিয়োগ হবে, তা জানানো হয়নি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স সম্পর্কেও কোনও তথ্য দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, আবেদনকারীদের পদার্থবিদ্যা বা রসায়নে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং বর্তমানে এমএসসিতে পাঠরত হতে হবে। যাঁরা সদ্য সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর উত্তীর্ণ, তাঁরাও ইন্টার্ন পদে আবেদন করতে পারবেন।
আগ্রহীদের এর জন্য আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৬ জুন আবেদনের শেষ দিন। এর পর ৩০ জুন প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।