IDSK Admission 2025

ডেভেলপমেন্ট স্টাডিজ় নিয়ে পড়তে চান? বিধাননগরের আইডিএসকেতে শুরু ভর্তি

সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৮:৪৯
Share:

আইডিএসকে। ছবি: সংগৃহীত।

সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে জানার ইচ্ছে থাকলে এই বিষয়ে কোর্স করতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। সম্প্রতি বিধাননগরের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ়, কলকাতার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্পমেয়াদি এই কোর্সের জন্য অনলাইনেই আবেদন জানানো যাবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট স্টাডিজ়-এর এই পাঠক্রমটি মাল্টিডিসিপ্লিনারি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ এক বছর। যা দু’টি সেমেস্টারে বিভক্ত। কোর্সে মোট ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সপ্তাহে দু’দিন ক্লাস হবে। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ক্লাস। মোট কোর্স ফি ৪০,০০০ টাকা।

কোর্সটিতে বিভিন্ন বিষয়ে ক্লাস লেকচার ছাড়াও হাতেকলমে প্রশিক্ষণও দেওয়া হবে। পড়াবেন বিষয় বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ পেশাদাররা।

Advertisement

কোর্সটিতে উন্নয়নের মৌলিক ধারণা, ভারতে উন্নয়নমূলক কার্যকলাপ, গবেষণার পদ্ধতি, ফিল্ড সার্ভে এবং গ্রামীণ উন্নয়ন, পরিবেশ-সহ অন্যান্য ঐচ্ছিক বিষয় পড়ানো হবে।

সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণরা। যাঁরা বর্তমানে কর্মরত বা স্নাতকোত্তরে পাঠরত, তাঁরাও এই কোর্সে ভর্তির আবেদন জানাতে পারবেন।

প্রতিষ্ঠানের তরফে আয়োজিত অনলাইন প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কোর্সে ভর্তির জন্য যোগ্য পড়ুয়াদের বেছে নেওয়া হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৩৫০ এবং ৬০০ টাকা। আগামী ১৬ জুলাই আবেদনের শেষ দিন। অনলাইন প্রবেশিকা ২১ জুলাই। এর পর ২৫ এবং ২৬ জুলাই ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। কোর্সের ক্লাস শুরু হবে ৮ অগস্ট থেকে (সম্ভাব্য তারিখ)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement