প্রতীকী চিত্র।
প্রতীক্ষার অবসান। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (সিইউইটি ইউজি) বা কুয়েট ইউজি-র ফল ঘোষণা করা হবে শুক্রবার, ৪ জুলাই। বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ সমাজমাধ্যমে এমনটাই জানিয়েছে।
দেশ জুড়ে গত মে এবং জুন মাসে কুয়েট ইউজি-র আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শুরু হয় ১৩ মে। শেষ হয় ৪ জুন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩,৫৪,৬৯৯ জন। এর পর লক্ষাধিক পরীক্ষার্থী ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার বৃহস্পতিবার এনটিএ-র এক্স হ্যান্ডলে শেষমেশ কুয়েট ইউজি-র ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়। জানানো হয়, শুক্রবারই ফল প্রকাশ করা হবে। সঙ্গে পরীক্ষার্থীদের স্কোরকার্ডও প্রকাশিত হবে।
পরীক্ষার্থীরা কুয়েট ইউজি-র ফলাফলের ভিত্তিতেই বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
কী ভাবে ফলাফল দেখবেন?
১) পরীক্ষার্থীদের প্রথমে cuet.nta.nic.in -এ যেতে হবে।
২) এর পর হোমপেজ থেকে ফলাফল দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) সেখানে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ-সহ সমস্ত তথ্য দিলেই স্ক্রিনে নিজেদের ফল দেখা যাবে।
৪) এর পর তাঁরা নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।