JU Admission 2025

কর্মরতদের জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আসন সংখ্যা ১৬২টি

ইঞ্জিনিয়ারিং নিয়ে যাঁদের আগ্রহ, তাঁদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং— তিনটি বিভাগ মিলিয়ে মোট ১৬২টি আসন রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:১২
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের অন্যতম নামী প্রতিষ্ঠান প্রচলিত কোর্সের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিচ্ছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে যাঁদের আগ্রহ, তাঁদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’-র তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্যই ভর্তি নেওয়া হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং— তিনটি বিভাগ মিলিয়ে মোট ১৬২টি আসন রয়েছে। কোর্সের মেয়াদ পাঁচ বছর। যাতে রয়েছে মোট ১০টি সেমেস্টার। অফলাইনে কোর্সের ক্লাসের আয়োজন করা হবে সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ফিল্ড ওয়ার্ক বা অ্যাকাডেমিক ট্যুরের আয়োজন করা হবে রবিবার করে।

ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে আবেদন করা যাবে। এ ছাড়াও, কম পক্ষে এক বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। কোর্সে আবেদনের জন্য বর্তমানে প্রার্থীদের কোনও সংস্থাতেও কর্মরত হতে হবে। তবে এই যোগ্যতা থাকলেও ভর্তি হতে গেলে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) পাতায় পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে আগামী ১৩ অগস্ট দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত। কোর্সমূল্য ৩৮৬০টাকা।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন ১ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement