যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
পরিবেশ বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ চলবে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। মোট আসন সংখ্যা ৩২। কোর্স ফি ৩৫০০ টাকা, এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। সপ্তাহ জুড়ে ১২০ ঘণ্টার মোট ক্লাস। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে। আবেদনের জন্য বিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি নিয়ে স্নাতক স্তরে পড়ছেন—এমন পড়ুয়ারাই শুধু আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৯ মে পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।