যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে এমই বা এমটেক করার সুযোগ পাবেন পড়ুয়ারা। তাঁদের কাছ থেকে এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু সোমবার থেকেই।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, বায়োসায়েন্স, ইলেক্ট্রিক্যাল, মোবাইল কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এনার্জি স্টাডিজ়, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইন্সট্রুমেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। স্পেশালাইজ়েশন করা যাবে অনেকগুলি বিষয়ে।
বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলি পড়ুয়াদের পাশাপাশি কর্মরতরাও করতে পারবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লিখিত রয়েছে।
কোর্সগুলিতে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা এবং নথি যাচাইয়ের মাধ্যমে। তবে কিছু ক্ষেত্রে আয়োজন করা হবে প্রবেশিকা পরীক্ষারও।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। প্রতি বিষয়ে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।