WBBPE D.El.Ed Schedule

প্রকাশিত ডিএলএড-এর পরীক্ষার সময়সূচি, কবে কোন পরীক্ষা?

স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় কোর্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড)।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:৪৬
Share:

প্রাথমিক শিক্ষা পর্ষদ। ছবি: সংগৃহীত।

ডিএলএড পরীক্ষার সময়সূচি প্রকাশ করল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। থিওরি পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হল পর্ষদের তরফে। পরীক্ষা হবে আগামী অগস্ট মাসে।

Advertisement

স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় কোর্স এই ‘ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন’ (ডিএলএড)। দু’বছরের এই কোর্সে গত বছর যাঁরা ভর্তি হয়েছিলেন, তাঁদের পার্ট ১ পরীক্ষার সূচি প্রকাশ করেছে পর্ষদ। একই সঙ্গে যাঁরা ২০২৩ সালে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছিলেন, তাঁদের পার্ট ২ পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, পার্ট-১ পরীক্ষা শুরু আগামী ১৮ অগস্ট। শেষ ২২ অগস্ট। প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে। গত বছর যাঁরা কোর্সে ভর্তি হয়েছেন শুধু তাঁরা নন, এই পরীক্ষা দেবেন ২০২২-২০২৪ শিক্ষাবর্ষ এবং ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষের ‘কন্টিনিউয়িং’ বা ‘সাপ্লিমেন্টারি’ অর্থাৎ অকৃতকার্য পরীক্ষার্থীরাও।

Advertisement

পরীক্ষার সূচি:

*১৮ অগস্ট— চাইল্ড স্টাডিজ়

*১৯ অগস্ট— প্রথম ভাষার পরীক্ষা

*২০ অগস্ট— দ্বিতীয় ভাষার পরীক্ষা

*২১ অগস্ট— পরিবেশ বিজ্ঞান

*২২ অগস্ট— গণিত

এ দিকে ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষের পড়ুয়াদের পার্ট-২ থিওরি পরীক্ষা হবে। এই পরীক্ষায় ২০২১-২০২৩ এবং ২০২২-২০২৪-এর ‘কন্টিনিউয়িং’ বা অকৃতকার্যরাও বসতে পারবেন।

পরীক্ষার সূচি:

*১২ অগস্ট— এডুকেশনাল স্টাডিজ়

*১৩ অগস্ট— কন্টেম্পোরারি স্টাডিজ়

*১৪ অগস্ট— পেডাগগি অ্যাক্রস কারিকুলাম

পার্ট ১ এবং পার্ট ২-এর দু’টি পরীক্ষারই প্রি স্কুল ইন্টার্নশিপ এবং ইন্টার্নশিপের বহিমূল্যায়নের সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণও শুরু হবে শীঘ্রই।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ-সচিব পার্থ কর্মকার বলেন, “নির্ধারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য ফ্রিস্কিং-সহ অন্য নিরাপত্তা ব্যবস্থাও বলবৎ করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement