আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। এমনটা জানিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, একটি কেন্দ্রীয় সংস্থার অর্থ সহায়তায় প্রকল্পের কাজ হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘সিকিয়োরিং দ্য ফাউন্ডেশন্স মাইক্রো আর্কিটেকচারাল সিকিওরিটি অ্যান্ড ট্রাস্ট ইন রিস্ক ভি আইএসএ’ প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ দু’টি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর।
প্রকল্পে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩১ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩১,০০০ টাকা।
আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে বিটেক থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৭ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।