ওয়্যাপকোস লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়্যাপকোস লিমিটেডে কর্মী নিয়োগ। সম্প্রতি সেই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় সুন্দরবন নিয়ে গবেষণাধর্মী কাজ হবে। যেখানে নির্দিষ্ট মেয়াদে কাজের সুযোগ মিলবে। এর জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
সংস্থায় গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ হবে ওয়াটার রিসোর্সেস এক্সপার্ট, টিম লিডার কাম ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন এক্সপার্ট, ওয়াটার রিসোর্সেস এক্সপার্ট, ম্যাথমেটিক্যাল মডেলার, কোয়ালিটি চেকিং এক্সপার্ট, আইটি এক্সপার্ট, ডকুমেন্টেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট, এমআইএস এক্সপার্ট, ড্রাফটসম্যান, ডিজ়াইন অ্যান্ড মাল্টিমিডিয়া এক্সপার্ট এবং ডেটা ম্যানেজমেন্ট এক্সপার্ট কাম জিআইএস এক্সপার্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ ১৯টি। নিযুক্তদের পোস্টিং হবে দিল্লি, কলকাতা, শিলিগুড়ি এবং নদিয়ায়।
কলকাতায় ওয়াটার রিসোর্সেস এক্সপার্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরের পর ওয়াটার রিসোর্স উইংয়ে স্পেশালাইজ়েশন থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতাও। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করেই সংশ্লিষ্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক স্থির করা হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৮ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।