কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কৃষিবিদ্যা নিয়ে যাঁদের পড়াশোনা, তাঁদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটিতে কাজ করতে আগ্রহীরা এর জন্য অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগে প্রকল্পের কাজ হবে। বিভিন্ন প্রকারের চালের উৎপাদন নিয়ে গবেষণা হবে। প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিয়োগের পর সাম্মানিকের পরিমাণ হবে মাসে ১৮,০০০ টাকা।
আবেদনকারীদের এগ্রিকালচার বা অ্যাগ্রোনমিতে এমএসসি থাকতে হবে। চাল নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।