জিকেসিআইইটি। সংগৃহীত ছবি।
মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে শিক্ষকতার সুযোগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে শিক্ষকদের অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে। শূন্যপদ কতগুলি তার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। নিযুক্তদের প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা পড়াতে হবে। নিতে হবে বিষয়ভিত্তিক প্র্যাক্টিক্যালের ক্লাসও। প্রাথমিক ভাবে ছ’মাসের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। তবে তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
নিযুক্তদের সংশ্লিষ্ট বিষয়গুলির থিওরি এবং প্র্যাক্টিক্যাল— দু’ধরনের ক্লাসই নিতে হবে। থিওরি ও প্র্যাক্টিক্যাল ক্লাস পিছু সাম্মানিক মিলবে যথাক্রমে ১০০০ টাকা এবং ৫০০ টাকা। এ ছাড়া যাতায়াত খরচ বাবদ অতিরিক্ত ৫০০ টাকাও দেওয়া হবে তাঁদের।
আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে বলা হয়েছে, তাঁদের এআইসিটিই বা ইউজিসি-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের নির্ধারিত যোগ্যতার মাপকাঠি মেনেই নিয়োগ হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রার্থীদের পিএইচডি থাকা জরুরি।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। এর পর ১ জুলাই সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।