SSC CHSL 2025

৩,১৩১ শূন্যপদে কর্মী নিয়োগ স্টাফ সিলেকশন কমিশনের, দ্বাদশ উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২০:১৯
Share:

প্রতীকী চিত্র।

তিন হাজারের বেশি সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরকারি ক্ষেত্রে গ্রুপ সি পদে কাজের সুযোগ মিলবে। এমনটা জানিয়ে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে প্রকাশ, এ বছর ৩,১৩১ শূন্যপদে সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে কমিশন। নিযুক্তেরা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক এবং দফতরে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের সুযোগ পাবেন।

এসএসসি সিএইচএসএল নিয়োগ পরীক্ষায় আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় রয়েছে। পাশাপাশি, তাঁদের দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও জরুরি।

Advertisement

আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। তবে মহিলা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড় পাবেন। আবেদনের শেষ দিন আগামী ১৮ জুলাই। আবেদনমূল্য জমা দেওয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২৩ এবং ২৪ জুলাইয়ের মধ্যে। নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা (টায়ার-১) হবে ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। এ বিষয়ে বাকি তথ্য কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement