আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় তিনটি গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে জানাতে হবে না।
আইএসআই কলকাতার কম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন ইউনিটে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পগুলির নাম— ১) ‘ডেভেলপিং মডেলস ফর প্রেডিকশন অফ গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’, ২) ‘এক্সপ্লেনেবিলিটি ইন ইনফরমেশন রিট্রিভাল’ এবং ৩) ‘আউটপুট এক্সপ্লেনেবেল কম্পিউটার-এডেড মেডিক্যাল ডায়গনোস্টিক্স সিস্টেমস’।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড পদে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিই বা বিটেক থাকলে সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন জানানো যাবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও এই পদে আবেদনের যোগ্য। মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার মাপকাঠি বিশদ জানানো হয়েছে।
আগামী ১০ জুলাই সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইউনিটে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের সেখানে জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে উপস্থিত হতে হবে।