প্রতীকী চিত্র।
২০২৬-এর হবু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত এবং শেষ দফায় রেজিস্ট্রেশনের সময় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। যে স্কুলগুলি এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, তাদের জন্য বেঁধে দেওয়া হল সময়সীমা।
গত বছর যারা নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে, তারাই ২০২৬-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। এর জন্য স্কুলগুলিকে পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় নবম শ্রেণিতেই। ২০২৪ থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। স্কুলগুলির থেকে এর মধ্যে চার দফায় রেজিস্ট্রেশনের সুযোগ পেয়েছে। কিন্তু এর পরও দেখা যাচ্ছে, বেশ কিছু পড়ুয়ার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি স্কুলগুলি। আর তাই তাদের জন্য আরও এক বার অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে পর্ষদ। আগামী ২৮ জুন সকাল ১১টা থেকে খোলা হবে পোর্টাল। যা বন্ধ হবে ৫ জুলাই সকাল ১১টার পর। তবে দেরিতে রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে লেট ফি।
পর্ষদ জানিয়েছে, রাজ্যের প্রায় ৯,৩২৬টি স্কুল ইতিমধ্যে পড়ুয়াদের নাম নথিভুক্তকরণ করেছে। এর পর গত ডিসেম্বরে এক লক্ষের বেশি পড়ুয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছে। বাকি আর এক দফার মাধ্যমেও গত জানুয়ারিতে আরও কিছু পড়ুয়ার হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এ বার আবার খোলা হল পোর্টাল। এটাই শেষ সুযোগ। এর পর আর নাম নথিভুক্ত করতে পারবে না স্কুলগুলি।
উল্লেখ্য, গত বছর থেকে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকেও শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল।