Govt Steps on Kasba Rape Incident

আইন কলেজে ধর্ষণ! কলেজগুলির নিরাপত্তা বৃদ্ধিতে কড়া পদক্ষেপ সরকারের

আগামী সোমবার সাউথ কলকাতা ল কলেজে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:২৭
Share:

প্রতীকী চিত্র।

শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর ধর্ষণের অভিযোগে বর্তমানে তোলপাড় রাজ্য। নড়েচড়ে বসছে সরকার থেকে পুলিশ প্রসাশন। এ বার কলেজগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করতে পদক্ষেপ করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

Advertisement

খাস কলকাতার বুকে আবারও ঘটে গিয়েছে ধর্ষণের ঘটনা! বুধবার রাতে সাউথ কলকাতা ল কলেজের মধ্যে নির্যাতনের অভিযোগ তুলেছেন এক ছাত্রী। মূল অভিযুক্ত ও আর এক জন কলেজের বর্তমান ছাত্র, বাকি এক জন প্রাক্তনী তথা কলেজের অস্থায়ী কর্মী। কী করে বারবার শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন ভয়াবহ ঘটনা ঘটছে, সিসিটিভি-সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে সরকার। ইতিমধ্যেই রাজ্যের একাধিক কলেজ উচ্চশিক্ষা দফতরের কাছে বহিরাগতদের দাপটের কথা উল্লেখ করে অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর। তাই কলেজে বহিরাগত এবং প্রাক্তনীদের যাতায়াত নিয়ন্ত্রণ করতেও পদক্ষেপ করবে সরকার।

আগামী সোমবার সাউথ কলকাতা ল কলেজে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। কী ভাবে একটি ডে কলেজে রাত পর্যন্ত অস্থায়ী কর্মী এবং পড়ুয়ারা ছিলেন, তা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে সরকারের তরফে। কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে উচ্চশিক্ষা দফতর। ওই দিন বৈঠকে অভিযুক্ত দুই বর্তমান ছাত্র এবং অস্থায়ী কর্মীর বিরুদ্ধে কী পদক্ষেপ কড়া হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছে রিপোর্টের মাধ্যমে।

Advertisement

শুক্রবার এই ঘটনা নিয়ে ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন (ডিপিআই)-এর সঙ্গে কথা হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তারপরই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী বলেছেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত হতবাক এবং মর্মাহত। ডিপিআই কলেজের ভাইস প্রিন্সিপালকে গভর্নিং বডির বৈঠক ডাকতে বলেছেন। কলেজের কোথায় নিরাপত্তার গাফিলতি ছিল, তা খুঁজে বের করতে হবে এবং কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সে জন্য যা যা পদক্ষেপ করার তা করতে হবে। পুলিশ ইতিমধ্যে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করা হবে।”

উল্লেখ্য, শনিবার সকালে নির্যাতিতার অভিযোগপত্রের ভিত্তিতে পুলিশ আরও এক জনকে গ্রেফতার করেছে। তিনি কলেজে নিরাপত্তারক্ষী এবং বুধবার রাতে দায়িত্বে ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement