যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (বাঁ দিকে), কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম
ছাত্র সংসদ নির্বাচন করাতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য। দায়িত্ব নিয়েই জানালেন সে কথা।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট হয়নি বহু বছর। বছরের পর বছর স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হচ্ছেন পড়ুয়ারা। অথচ, তাঁরা জানতেই পারলেন না যে, কেমন হয় ছাত্র সংসদ, কী ভাবে হয় নির্বাচন। এ নিয়ে তরজাও চলছে বছরের পর বছর।
গত অগস্ট মাসে হাই কোর্টে এক মামলায় হাজির হয়ে রাজ্য সরকার দাবি করেছিল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সদিচ্ছার অভাবেই ভোট করানো যাচ্ছে না। সে বারই রাজ্যের দাবি খণ্ডন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ সাফ জানিয়েছিলেন, তাঁরা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছেন। ফের সে কথাই মনে করিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
সোমবার যাদবপুরের দায়িত্ব হাতে নিয়েই চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। আমি সহ-উপাচার্য থাকাকালীন এই বিষয়ে সরকারের সঙ্গে কথাও বলেছিলাম। এ বারও সরকারের সঙ্গে আলোচনা করব। নির্বাচন করাতে গেলে সরকারের অনুমতির প্রয়োজন হয়।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্রভোট হয়েছে ২০২০ সালে। কলকাতা-সহ অন্য বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ কলেজগুলিতে শেষ ছাত্রভোট হয়েছে ২০১৭ সালে। তার পর থেকে আর কোনও কলেজে ছাত্রভোট হয়নি। এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ হয়েছে। জনস্বার্থ মামলা হয়েছে আদালতে। কিন্তু এখনও ভোট করানো সম্ভব হয়নি। কোনও কলেজেই নির্বাচিত ছাত্র সংসদ নেই। সম্প্রতি সাউথ ক্যালকাটা ল’ কলেজের ভিতরে ছাত্র সংসদের ঘরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শাসকঘনিষ্ঠ এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। তার পরই হাই কোর্ট নিষ্ক্রিয় ছাত্র সংসদের ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়ার আদেশ দেয়।
নতুন উপাচার্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আশ্বাস দেওয়ায় যাদবপুরের পড়ুয়াদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বসু বলেন, “ছাত্রভোট নিয়ে নতুন উপাচার্যের সঙ্গে শীঘ্রই আলোচনা করব। আশা করি, তিনি পুরো বিষয়টি শুনবেন। সরকারকেও বিষয়টি বোঝাবেন। তা না হলে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ছিনিয়ে নেব।” সম্প্রতি যাদবপুরে ইন্টারনাল কমপ্লেনস কমিটি বা আইসিসি নির্বাচন হবে বলে জানা গিয়েছে। সাধারণ, এই কমিটিতে নির্বাচন হয় না। ছাত্র সংসদের তরফে মনোনীত সদস্যরাই থাকেন। কিন্তু ছাত্র সংসদ না থাকায় আইসিসি-তে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
এ দিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়েও দায়িত্ব নিয়েছেন নতুন উপাচার্য। ২০১৭ সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ দেড়শোর বেশি কলেজে। এ প্রসঙ্গে নতুন উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “আমিও চাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব কলেজে ছাত্র নির্বাচন হোক। কিন্তু তার জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সরকারি নির্দেশ এলেই দ্রুত ভোট করানো হবে।” যদিও চিরঞ্জীবের মতোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও দাবি করেছেন, তিনি সরকারের সঙ্গে কথা বলতে প্রস্তুত।