Admission 2025

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, জিএসটি রিটার্ন ফাইলিং নিয়ে পড়ার সুযোগ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের নাম জিএসটি রিটার্ন ফাইলিং। এটি একটি সার্টিফিকেট কোর্স। আবেদনের জন্য দ্বাদশ উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:৪৩
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর স্নাতক স্তরে পড়াশোনার পাশাপাশি অনেকেই নানা পেশাগত কোর্সে ভর্তি হন। বর্তমানে পণ্য-পরিষেবা কর বা জিএসটি-তে অনেক রদবদল এসেছে। কিন্তু এই জিএসটি ফাইল কী ভাবে করা যায় তা অনেকেই জানেন না। কিন্তু এর পেশাগত পরিসর বিস্তর। সম্প্রতি এই মর্মে জিএসটি রিটার্ন ফাইলিং নিয়ে বিশেষ মূল্য সংযোজিত (ভ্যালুঅ্যাডেড) কোর্স পড়াবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের নাম জিএসটি রিটার্ন ফাইলিং। এটি একটি সার্টিফিকেট কোর্স। আবেদনের জন্য দ্বাদশ উত্তীর্ণ হওয়া চাই। তবে সে ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর থাকতেই হবে। কোর্স ফি এক হাজার টাকা। দু’মাসের কোর্স, মোট ৩০ ঘণ্টা সময় ধরে চলবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

কী ভাবে ভর্তি হবেন?

Advertisement

প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement