KNU Admission 2025

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ার সুযোগ, দু’টি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয় ছাড়াও অধীনস্থ যে কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সেগুলি হল দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ়, বিনোদা ল কলেজ এবং দুর্গাপুর ল কলেজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:৪৫
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। আইন বিষয়ের দু’টি কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এমনটা জানিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও অধীনস্থ কলেজগুলিতেও সংশ্লিষ্ট কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তরফে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় ছাড়াও অধীনস্থ যে কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সেগুলি হল দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ়, বিনোদা ল কলেজ এবং দুর্গাপুর ল কলেজ।

বিশ্ববিদ্যালয়ের তরফে বিএএলএলবি (অনার্স) এবং বিকম এলএলবি (অনার্স)-এর দু’টি কোর্স করানো হবে। দু’টি কোর্সই পাঁচ বছরের।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তবে ২০২২-এর আগে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে না।

এ জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ১ জুলাই আবেদনের শেষ দিন। মেধাতালিকা প্রকাশ করা হবে ৬ জুলাই। এই বিষয়ে বাকি তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement