প্রতীকী ছবি।
অবশেষে বই হাতে পাবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। গরমের ছুটির পর স্কুল খুললেই পড়ুয়ারা পাবে ভাষাভিত্তিক (ল্যাঙ্গুয়েজ) বই। ৩১ মে-র মধ্যে সমস্ত স্কুলে পৌঁছে যাবে বই, এমনই জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘প্রথম বছর বলে একটু অসুবিধা হচ্ছে। তবে অনলাইনে আমরা সমস্ত বইয়ের ‘স্টাডি মেটিরিয়াল’ দিয়ে রেখেছি। ছাত্র-ছাত্রীদের অসুবিধা হওয়ার কথা নয়। গরমের ছুটি খুললেই বই পেয়ে যাবে পড়ুয়ারা।’’
রাজ্য জুড়ে দ্বাদশ শ্রেণির জন্য বাংলা ভাষা বইয়ের চাহিদা রয়েছে ৭,০৬,০৭৭টি। তার মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৫,২৬,৭৮৫টি। এখনও বই পৌঁছোতে বাকি রয়েছে বেশ কিছু জেলার স্কুলে। সেই সমস্তটাই চলতি মাসের ৩১ তারিখের মধ্যে পৌঁছে যাবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ।
বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ৬২টি বিষয় পড়ানো হয়। তার মধ্যে ১৫ টি ভাষাভিত্তিক (ল্যাঙ্গুয়েজ) বই রয়েছে। শিক্ষা সংসদ অনুমোদিত টেক্সট বুক নম্বর (টিবি নম্বর) যুক্ত বই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন স্কুলে ও বইয়ের দোকানে। তবে বাংলা, ইংরেজি-সহ ভাষাভিত্তিক বই এখনও হাতে পায়নি পড়ুয়ারা। কারণ, স্কুলেই এখনও আসেনি বই। তবে অনলাইনে ‘স্টাডি মেটেরিয়াল’-র সাহায্য নিয়ে এখন পড়ছে পড়ুয়াদের।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা। সেমেস্টার পদ্ধতি আসার পরে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন হয়েছে। নতুন পাঠ্যক্রম অনুযায়ী তৃতীয় সেমেস্টার হবে এমসিকিউ-ভিত্তিক। এর জন্য প্রয়োজন নতুন পাঠ্যবই। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টার। পরীক্ষার বাকি চার মাস, এখনও হাতে নেই বই, ভরসা ‘স্টাডি মেটিরিয়াল’। গরমের ছুটির পর পড়ুয়ারা বই পেলে পুরোদমে প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা, এমনই মনে করছে শিক্ষা মহলের একাংশ।