Workshop on Research Writing

গবেষণা প্রস্তাব লিখবেন কী ভাবে? শেখাবেন বিশেষজ্ঞেরা

বিজ্ঞান নির্ভর বিষয়গুলি নিয়ে গবেষণা শুরু করার আগে বেশ কিছু নিয়ম জেনে রাখা প্রয়োজন। কোন বিষয়ে কী গবেষণা, কী ভাবে শুরু থেকে কী ভাবে শেষ— সবটাই পূর্ব পরিকল্পিত হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ০৯:২৮
Share:

প্রতীকী চিত্র।

উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকে। কিন্তু সেই গবেষণা শুরু করার আগে বেশ কিছু নিয়ম জেনে রাখা প্রয়োজন। কোন বিষয়ে কী গবেষণা, কী ভাবে শুরু থেকে কী ভাবে শেষ— সবটাই পূর্ব পরিকল্পিত হওয়া প্রয়োজন। এর জন্য নবীন গবেষকদের ‘রিসার্চ প্রোটোকোল রাইটিং’ জানতে হবে।

Advertisement

কেন এই বিশেষ বিষয়টি জানা প্রয়োজন?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে গবেষকরা গবেষণার অনুমতি পান না, শুধুমাত্র তাঁরা যথাযথ ভাবে ‘রিসার্চ প্রোটোকোল রাইটিং’-এ বিষয়বস্তু সম্পর্কে সঠিক পরিকল্পনা বা প্রস্তাবনা লিখে বোঝাতে পারেন না বলে। তাই এই বিশেষ লেখনী লেখার জন্য কিছু কৌশল সম্পর্কে জানা আবশ্যক।

Advertisement

সেগুলি কী?

গবেষণার পূর্বে কী করবেন, কেন করবেন, কোনটা করবেন না, অনুদানের জন্য কী ভাবে প্রস্তুতি নেবেন— সবটাই নির্দিষ্ট শব্দসীমার মধ্যে লিখে একটি খসড়া জমা দিতে হয়। নীতিগত ভাবে সেই পদ্ধতিগুলি বৈধ কি না, তা যাচাই করে নেন বিশেষজ্ঞ কমিটি। তারপরই গবেষণা শুরু করার ছাড়পত্র মেলে।

কোথায় শেখানো হবে?

এই বিশেষ বিষয়টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের তরফে তিন দিনের একটি কর্মশালার মাধ্যমে শেখানো হবে। মোট ২০ জন ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। কর্মশালায় যোগদান করতে আগ্রহীদের জন্য ফি হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শর্তাবলি:

যাঁরা মেডিক্যাল বা নার্সিং শাখার কোনও বিষয় নিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, কিংবা বর্তমানে পাঠরত রয়েছেন এবং পরবর্তীকালে গবেষণা করতে চান, তাঁরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও আয়ুষ, পুষ্টিবিদ্যা, মাইক্রোবায়োলজি, ডেন্টাল, বা পাবলিক হেলথ বিষয় নিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত বা ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে।

ইমেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ জুন। আবেদন সংক্রান্ত শর্তাবলি কিংবা কর্মশালা সম্পর্কে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (aiihph.gov.in) দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement