SSC Interview 2025

এসএসসি ইন্টারভিউয়ে ডাক পাবেন কারা? নবম-দশম শিক্ষক নিয়োগের জন্য তালিকা প্রকাশ এ সপ্তাহেই!

একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল নভেম্বর মাসের ১৮ তারিখ থেকে। উচ্চ মাধ্যমিক স্তরে মোট ৩৫ টি বিষয়ে রয়েছে। সেগুলির জন্য নথি যাচাই প্রক্রিয়া শেষ হবে ৪ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১
Share:

নিজস্ব চিত্র।

চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ তালিকা। তার আগে একাদশ-দ্বাদশের ইংরেজি, বাংলার পর আর‌ও চারটি বিষয়ের ইন্টারভিউ শুরুর কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। প্রত্যেকটি ইন্টারভিউ হবে এসএসসির আঞ্চলিক কার্যালয়।

Advertisement

একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল নভেম্বর মাসের ১৮ তারিখ থেকে। উচ্চ মাধ্যমিক স্তরে মোট ৩৫ টি বিষয়ে রয়েছে। সেগুলির জন্য নথি যাচাই প্রক্রিয়া শেষ হবে ৪ ডিসেম্বর। ওই দিন থেকেই কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ইন্টারভিউ হবে ধাপে ধাপে। প্রার্থীরা নিজেদের নাম রোল নম্বর দিয়ে ইন্টারভিউ কবে তা জানতে পারছেন। ‌

নাম প্রকাশে অনিচ্ছুক এসএসসি এক কর্তা বলেন, “বাংলা ও ইংরেজি বিষয়ের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে। আরও বেশ কিছু বিষয় ইন্টারভিউ দিন ঘোষণা করা হল। ধাপে ধাপে বাকি বিষয়গুলিও ঘোষণা করা হবে।” তিনিই জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত ফলপ্রকাশের সম্ভাবনাও রয়েছে। শিক্ষা দফতর থেকে শূন্যপদের চূড়ান্ত তালিকা এলেই তা প্রকাশ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement