WBBSE PPS PPR Result 2025

মাধ্যমিকে নম্বর বাড়বে? ১৮ জুন প্রকাশিত হবে স্ক্রুটিনি ও রিভিউর ফল

বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টার পর থেকে খুলে দেওয়া হবে পিপিএস, পিপিআর-এর ফল দেখার পোর্টালটি। পড়ুয়াদের রোল নম্বর এবং জন্ম তারিখের বিস্তারিত দিতে হবে সেখানে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৬:২৫
Share:

প্রায় ৪৭ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে স্ক্রুটিনি ও রিভিউর ফল। প্রতীকী ছবি।

চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে ২ মে। প্রায় ৪৭ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের নম্বর যাচাই (স্ক্রুটিনি) এবং খাতা পুনর্মূল্যায়ন (রিভিউ)-এর ফল। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর)-এর ফল পড়ুয়ারা https://result.wbbsedata.com এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টার পর থেকে খুলে দেওয়া হবে পিপিএস, পিপিআর-এর ফল দেখার পোর্টালটি। পড়ুয়াদের রোল নম্বর এবং জন্ম তারিখের বিস্তারিত দিতে হবে সেখানে। প্রতিটি স্কুল ওই লিঙ্ক থেকে পড়ুয়াদের সম্মিলিত পিপিএস, পিপিআর-এর ফল পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফাইল মারফত ডাউনলোড করতে পারবে। তবে সে ক্ষেত্রে স্কুলগুলিকে তাঁদের ‘লগ ইন আইডি’ ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি স্কুলকে সংশ্লিষ্ট স্কুলের যে সমস্ত পড়ুয়ার নম্বর পরিবর্তন হবে তাঁদের পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়ে সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। পিপিএস, পিপিআর-এর ফল প্রকাশের সাত দিনের মধ্যে স্কুলগুলিকে নির্ধারিত আঞ্চলিক দফতরে জমা দিয়ে নতুন মার্কশিট ও সার্টিফিকেট নিতে হবে।

Advertisement

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যেরা রিভিউ এবং স্ক্রুটিনি— উভয়ের জন্যই আবেদন করতে পারলেও অকৃতকার্যেরা শুধুমাত্র রিভিউয়ের জন্য আবেদন করতে পেরেছে। অকৃতকার্য পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ন করাতে প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা জমা দিয়েছিল। কৃতকার্য পরীক্ষার্থীদের নম্বর যাচাইয়ের জন্য বিষয় প্রতি ৮০ টাকা জমা দিতে হয়েছিল। মাধ্যমিকের মার্কশিটের প্রতিলিপি এবং নাম, রোল নম্বর জানিয়ে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানাতে পেরেছিল পড়ুয়ারা। ব্যক্তিগত ভাবে কেউ আবেদন জানালে তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছিল পর্ষদ।

চলতি বছর পরীক্ষার্থী ছিল ন’লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ন’লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। পিপিএস, পিপিআর-এর ফল প্রকাশের আগে এখনও পর্যন্ত প্রথম দশে রয়েছে ৬৬ জন পড়ুয়ার নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement