Digital Locker

ডিজি লকারে লক্ষাধিক পড়ুয়ার নথি রাখার উদ্যোগ নিল ম্যাকাউট

রাজ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) কর্তৃপক্ষের উদ্যোগে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:৪৮
Share:

পড়ুয়াদের সুবিধার্থে ডিজি লকারের ব্যবহার। ছবি: সংগৃহীত।

লক্ষাধিক পড়ুয়ার যাবতীয় নথি রাখা যাবে এই ডিজি লকারে। রাজ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) কর্তৃপক্ষের উদ্যোগে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট সিস্টেমের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রালয়ের অধীনে ২০১৫ সালে প্রথম ডিজিটাল লকারের ব্যবস্থা শুরু হয়েছিল। দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানই ডিজি লকারে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য রাখাতে উদ্যোগী হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে মূলত এই ব্যবস্থা করা।

ডিজি লকারের ফলে বহু পড়ুয়া উপকৃত হবে বলে জানিয়েছেন ম্যাকাউটের উপাচার্য। শিক্ষার্থীদের পঠন পাঠনের যাবতীয় নথি রাখা থাকবে লকারে। যার ফলে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেলে এক শিক্ষা প্রতিষ্ঠানে অর্জন করা ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাওয়া যাবে।

Advertisement

বলা যায়, ডিজি লকারের সাহায্যে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা-সহ যাবতীয় নথি লক করে রাখতে পারবেন। পুরো বিষয়টিই অনলাইনের মাধ্যমে পর্যালোচনা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement