মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে শুরু হয়ে গিয়েছে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি বিভাগে একাধিক বিষয়ে নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন পড়ুয়ারা। তাঁদের থেকে ভর্তির আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান এবং আইন বিভাগের তরফে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। পড়ুয়ারা বেছে নিতে পারবেন আরবি, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সাঁওতালি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, গণিত, শারীরবিদ্যা, পদার্থবিদ্যা, সেরিকালচার, প্রাণিবিদ্যা, আইন এবং এডুকেশন-এর মতো বিষয়। সমস্ত বিষয়ের মধ্যে আরবি এবং সংস্কৃতেই আসনসংখ্যা সর্বাধিক— ১০১টি।
গণিত স্নাতকোত্তরের জন্য পড়ুয়াদের স্নাতকে অনার্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি বিষয়ের ক্ষেত্রেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
আগ্রহীরা এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে সমস্ত বিষয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম সেমেস্টারের ক্লাস শুরু ১ সেপ্টেম্বর। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।