নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা, তার মধ্যেই উত্তর পূর্ব ভারতের এই প্রতিষ্ঠান। যেখানে সুযোগ রয়েছে উচ্চস্তরে পড়াশোনার। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত পড়ুয়া পিএইচডি করতে আগ্রহী তাঁদের জন্য নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শীতকালীন ‘সেশন’ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি। স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ় অ্যান্ড টেকনোলজি, ম্যানেজমেন্ট স্টাডিজ় এবং এগ্রিকালচাল বিভাগে যে সমস্ত পড়ুয়া স্নাতকোত্তর স্তরে পড়েছেন, তাঁরা পিএইচডি-র সুযোগ পাবেন এই প্রতিষ্ঠান থেকে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এ জন্য প্রথমে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন পড়ুয়ারা। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর ২০২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।