NSOU Admission 2024

সাইবার আইন-সহ নানা বিষয়ে ছ'মাস বা এক বছরের কোর্সের সুযোগ, ভর্তি শুরু এনএসওইউ-তে

স্বল্পমেয়াদি কোর্সগুলি আয়োজনের দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লাইফলং লার্নিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:১৯
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

অষ্টম শ্রেণি উত্তীর্ণ থেকে স্নাতক— বিভিন্ন স্তরের পড়ুয়াদের জন্য একাধিক বৃত্তিমূলক কোর্স নিয়ে হাজির নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টাডি সেন্টারে পড়ানো হবে কোর্সগুলি। সবক’টিই স্বল্পমেয়াদি পাঠক্রম। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটি অফলাইনে সম্পন্ন হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৫ সালের জানুয়ারি পর্বের জন্য এই সমস্ত বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। স্বল্পমেয়াদি কোর্সগুলি আয়োজনের দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লাইফলং লার্নিং। তাতে বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে মিলবে সার্টিফিকেট বা ডিপ্লোমা। মেয়াদ ছ’মাস বা এক বছর।

কলকাতা বা বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারগুলিতে যে সমস্ত প্রশিক্ষণ কোর্স করার সুযোগ রয়েছে, সেগুলি হল— ফায়ার অ্যান্ড সেফটি স্কিল, ডিপ্লোমা ইন যোগ এডুকেশন, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন হসপিটালিটি অ্যান্ড রেস্তরাঁ ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন স্ট্রেস ম্যানেজমেন্ট উইথ মেডিটেশন, সার্টিফিকেট ইন ই-অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন, সার্টিফিকেট কোর্স অন হিউম্যান রাইটস, ডিপ্লোমা ইন ভিডিয়ো এডিটিং, সার্টিফিকেট ইন সাইবার ল’ ইত্যাদি। বিভিন্ন কোর্সের ফি-র পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু করে ৫৪,০০০ টাকা।

Advertisement

কোর্সগুলিতে ভর্তির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে। কিছু ক্ষেত্রে অষ্টম শ্রেণি হলেই আবেদন করা যাবে। আবার কোনও কোনও কোর্সে আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক উত্তীর্ণ। তবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠরতদের পাশাপাশি পেশাদাররাও এই কোর্সগুলির জন্য আবেদন জানাতে পারবেন।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারের অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে হবে। এর পরে কোর্স ফি এবং অন্যান্য খরচের জন্য ৫০০ টাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৫ জানুয়ারি। এই বিষয়ে সবিস্তার জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement