NSOU Admission 2026

সাইবার ল-সহ একাধিক বিষয়ে ডিপ্লোমা-সার্টিফিকেট কোর্সের সুযোগ, আবেদন শুরু এনএসওইউ-তে

ফায়ার অ্যান্ড সেফটি স্কিল, বিউটি থেরাপি অ্যান্ড হেয়ার ড্রেসিং, ল্যান্ড সার্ভে, ই-অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন উইথ জিএসটি, ট্রাভেল অ্যান্ড টুরিজ়ম, সাইবার ল-সহ আরও বিষয়ে পড়ার সুযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০২
Share:

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএওইউ)-র তরফে একাধিক বিষয় পড়ানো হবে। সংশ্লিষ্ট বিষয়গুলিতে পেশাদারি দক্ষতা বৃদ্ধিরও সুযোগ দেওয়া হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ফায়ার অ্যান্ড সেফটি স্কিল, বিউটি থেরাপি অ্যান্ড হেয়ার ড্রেসিং, ল্যান্ড সার্ভে, ই-অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন উইথ জিএসটি, ট্রাভেল অ্যান্ড টুরিজ়ম, সাইবার ল, ডিজিটাল মার্কেটিং, হেল্‌থ কেয়ার ম্যানেজমেন্ট, যোগ শিক্ষা, মানবধিকার-সহ একাধিক বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিষয় অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে স্নাতক স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। কোর্স ফি-ও বিষয়ের উপর নির্ভর করে ধার্য করা হয়েছে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে এনএসওইউ-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জানুয়ারি ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement