CAT Cut Off 2025

এনআইআরএফ র‍্যাঙ্কিং তালিকায় থাকা প্রতিষ্ঠানে এমবিএ করবেন! কত নম্বর থাকতে হবে ক্যাট-এ?

চলতি বছর সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশ করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৩৭
Share:

আইআইএম আমদাবাদ। ছবি: সংগৃহীত।

সামনেই ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট)। দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) ছাড়াও প্রথম সারির বিজ়নেস শিক্ষা প্রতিষ্ঠানে এমবিএ-তে ভর্তির যোগ্যতা যাচাই করা হয় এই পরীক্ষার মাধ্যমে। এনআইআরএফ তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছর ক্যাট-এ কত নম্বরের পেলে ভর্তি হওয় যাবে এমবিএ-তে।

Advertisement

চলতি বছর সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশ করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকা। তালিকায় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইএম আমদাবাদ, আইআইএম বেঙ্গালুরু, আইআইএম কোজ়িকোড়, আইআইটি দিল্লি, আইআইএম লখনউ, আইআইএম মুম্বই, আইআইএম কলকাতা, আইআইএম ইনদওর, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এক্সএলআরআই-জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট-এর মতো প্রতিষ্ঠান প্রথম দশে স্থান দখল করেছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিএ কোর্সে ভর্তির জন্য আইআইএম আমদাবাদ নির্ধারিত কাট অফ নম্বর পার্সেন্টাইল। আইআইএম বেঙ্গালুরু এবং আইআইএম কোজ়িকোড়-এ ভর্তি হতে গেলে প্রয়োজন ন্যূনতম ৮৫ পার্সেন্টাইল। আইআইএম কলকাতার জন্য ৮৫ পার্সেন্টাইল। অন্য দিকে, আইআইএম লখনউয়ের কাট অফ ৯০ পার্সেন্টাইল।

Advertisement

তবে দেশের সমস্ত বিজ়নেস স্কুলে ক্যাট-এর নম্বরকে যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনি প্রতিষ্ঠানগুলির তরফে লিখিত পরীক্ষাও নেওয়া হয়। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এবং পেশাগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। কোনও সময় দেখা যায় ক্যাট-এর নম্বরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার কখনও অন্য পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরকে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ক্যাট হবে ৩০ নভেম্বর। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকবে আইআইএম কোজ়িকোড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement