— প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্ল্যানেটারি সায়েন্সেস-এর একাধিক বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বর। প্রতিষ্ঠানের তরফে অনলাইনে পিএইচডি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লিখিত কোর্সে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্সেস, আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস শাখার একাধিক বিষয়ে ওই ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
পিএইচডি করার সঙ্গে জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগ পাবেন পড়ুয়ারা। ফেলোশিপের অঙ্ক ৩৭ হাজার টাকা থেকে ৪২,০০০ টাকা। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা এবং যোগ্যতা যাচাই করা হবে।
নাইসার, ভুবনেশ্বরের ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৮ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের নাম ১৫ নভেম্বর ঘোষণা করা হবে। ৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তাঁদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ চলবে। কোর্সের ক্লাস ৫ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হবে।