Admission in North Bengal University

একাধিক কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, রইল বিস্তারিত

এমএ (মাস্টার অফ আর্টস), এমএসসি (মাস্টার অফ সায়েন্স), এমকম (মাস্টার অফ কমার্স)-সহ আরও কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৬:২৩
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে বিজ্ঞপ্তিটি।

Advertisement

এমএ (মাস্টার অফ আর্টস), এমএসসি (মাস্টার অফ সায়েন্স), এমকম (মাস্টার অফ কমার্স), ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও ল (এলএলএম) পড়ার জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, টি সায়েন্স, মাস্টার অফ ফার্মাসি, কম্পিউটার সায়েন্স-সহ আরও বিষয়ে এমএসসি পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রুরাল ডেভেলপমেন্ট, শিক্ষা-সহ আরও বিষয়ে এমএ পড়ার সুযোগ রয়েছে। এছাড়াও ল নিয়ে স্নাতকোত্তরে ৪১ জন পড়তে পারবেন। তবে, এ ক্ষেত্রে ল বিষয়ে স্নাতক হওয়া দরকার। বাকি কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় কী যোগ্যতা লাগবে এবং কতগুলি আসন সংখ্যা রয়েছে জানতে ওয়েবসাইটে দেওয়া প্রসপেক্টাসটি দেখা যেতে পারে।

কী ভাবে ভর্তি হবেন?

প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরে অথবা মেল আইডিতে যোগাযোগ করেও জানা যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন