Student's oath

শুধু স্কুলেই নয়, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেও পাঠ করতে হবে শপথ বাক্য

পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়ার কাছ থেকে যদি কিছু বাজেয়াপ্ত হয়, তা হলে ওই পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০
Share:

প্রতীকী চিত্র।

মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রেও পাঠ করতে হবে শপথ বাক্য। এমনই জানাল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের চলতি বছর থেকে পাঠ করতে হবে ১৪ দফার শপথ। ইতিমধ্যে স্কুলগুলিতে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতো এই কাজ সম্পূর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের কী করা উচিত আর কী নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত বিষয়েই এই শপথ।

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ বলেন, ‘‘এটা পরীক্ষা শুরুর আগে শেষ এক বার সুযোগ দেওয়া বলা যায়। যে পরীক্ষক থাকবেন, তিনি আরও এক বার সতর্ক করবেন বোর্ডের শপথ পাঠের মাধ্যমে।’’এই শপথ পাঠের মধ্যে দিয়ে পড়ুয়াদের সতর্ক করা হবে, যাতে কোনও রকম যান্ত্রিক গ্যাজেট বা নকল করার কাগজ সঙ্গে থাকলে তা তারা জমা দিয়ে দিতে পারে। পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়ার কাছ থেকে যদি কিছু বাজেয়াপ্ত হয়, তা হলে সেই পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হবে।

পড়ুয়াদের যে শপথ নিতে হয়েছে স্কুলে, সেই শপথই তারা পরীক্ষা কেন্দ্রেও পাঠ করবে। সেগুলি হল—

Advertisement

‘পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না।’

‘অভিভাবক নিয়েও যাব না।’

‘পরীক্ষায় ভাল নম্বর অর্জনের জন্য অন্যায় উপায় অবলম্বন করব না।’

‘পরীক্ষা কেন্দ্রে আমি কোনও প্রকার বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাব না।’

এমন মোট ১৪ দফার গাইডলাইন রয়েছে। উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের কাছে মোবাইল-সহ ইলেকট্রনিক যন্ত্র থাকা চলবে না বলে জানিয়েছে পর্ষদ। আর যদি থাকে, তা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটররা ঘোষণা করে দেবেন যাতে পরীক্ষার্থীদের কাছে কোনও প্রকারের ইলেকট্রনিক গ্যাজেট না থাকে।

পরিদর্শক বা ইনভিজিলেটরের ঘোষণার পরেও যদি কারও কাছে কোনও ইলেকট্রনিক গ্যাজ়েট পাওয়া যায় তা হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি, আইন মেনে পদক্ষেপ করা হবে। এমনকি কোনও পরীক্ষার্থী সাইলেন্ট বা সুইচড অফ অবস্থাতেও মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলে তা অপরাধ হিসাবে গণ্য হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement