JEE Main 2026

জেইই মেন প্রথম পর্বের ‘আনসার কি’ প্রকাশ কবে? দ্বিতীয় পর্বে আবেদনের মেয়াদ কতদিন?

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
Share:

প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই মেন) প্রথম পর্বের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এ বার ‘আনসার কি’ এবং ফল প্রকাশের দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। একইসঙ্গে দ্বিতীয় পর্বের পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, তা-ও জানানো হয়েছে এনটিএ-র তরফে।

Advertisement

শনিবার এনটিএ-র ‘এক্স’ হ্যান্ডেলে জানানো হয়েছে, জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হবে ৪ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীরা কোনও প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি জানাতে পারবেন ৪ এবং ৫ ফেব্রুয়ারির মধ্যে। এর পর অভিযোগ খতিয়ে দেখে ১২ ফেব্রুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

এ ছাড়া, এনটিএ জানিয়েছে, দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য আগামী ১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন গ্রহণ করা হবে। তবে এই সময়সীমা পরিবর্তনসাপেক্ষ। এর পর দ্বিতীয় পর্বের জেইই মেন-এর আয়োজন করা হবে ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে।

Advertisement

পরীক্ষার্থীদের কোনও সমস্যা হলে তাঁরা jeemain@nta.ac.in-এ ই-মেল পাঠিয়ে বা ০১১-৪০৭৫৯০০০ হেল্পলাইন নম্বরে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে এনটিএ জানিয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement