প্রতীকী চিত্র।
জাতীয় স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট-এ ভর্তির প্রবেশিকা কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট)। জানুয়ারি মাসের পরীক্ষার কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হল ‘প্রভিশনাল আনসার কি’। শনিবার পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
সিম্যাট-এর আয়োজন করা হয়েছিল গত ২৫ জানুয়ারি। একটি পর্বে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি-র মাধ্যমে নেওয়া হয়েছিল পরীক্ষা। মোট ৫৩,৪৫৩ জন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ছ’দিনের মধ্যেই ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করল এনটিএ। ‘আনসার কি’-এর সঙ্গে প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীদের চিহ্নিত করা উত্তরও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ‘আনসার কি’ নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার্থীরা আপত্তি জানাতে পারেন। সেই অভিযোগ খতিয়ে দেখবেন বিশেষজ্ঞেরা। এর পর প্রকাশ করা হবে ‘ফাইনাল আনসার কি’।
‘আনসার কি’ নিয়ে আপত্তি জানানোর জন্য পরীক্ষার্থীদের জন্য ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আপত্তি জানাতে প্রশ্ন পিছু তাঁদের ২০০ টাকা জমা দিতে হবে।
কী ভাবে আপত্তি জানাবেন?
১। পরীক্ষার্থীদের cmat.nta.nic.in-এ যেতে হবে।
২। সেখানে ‘চ্যালেঞ্জ আনসার কি’ লেখার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৩। লগ ইনের পর ‘ভিউ কোয়েশ্চেন পেপার’ এবং ‘চ্যালেঞ্জ’ দু’টি বিভাগ দেখা যাবে। সেখানে পরীক্ষার্থীরা নিজেদের প্রশ্নপত্র দেখে ‘চ্যালেঞ্জ’ করতে পারবেন।
৪। ‘চ্যালেঞ্জ’ করে টাকা জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
৫। এর পর সেই রসিদ ডাউনলোড করে রেখে দিতে হবে।