IRCON Recruitment 2026

ইরকন ইন্টারন্যাশনালে ২৬ জন শিক্ষানবিশ প্রয়োজন, আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি কী?

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১০,০০০ টাকা। অন্য দিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি হবে ৮,৫০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫
Share:

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এ প্রশিক্ষণের সুযোগ। সম্প্রতি তাদের তরফে জানানো হয়েছে, সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এ জন্য অফলাইনে প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থায় নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ)। মোট শূন্যপদ ২৬টি। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১০,০০০ টাকা। অন্য দিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি হবে ৮,৫০০ টাকা।

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করা যাবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক থাকতে হবে। অন্য দিকে, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদন করা যাবে।

Advertisement

চাকরিপ্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে আবেদনপত্র-সহ বাকি নথি। আগামী ১০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement