CU Admission 2025

বৌদ্ধ অধ্যয়ন পড়ে কাজ মিলতে পারে বিদেশেও,কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে পড়ার সুযোগ

কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে পড়ানো হয়। পাশাপাশি দেশের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, সাঁচি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-সহ আরও প্রতিষ্ঠানে পড়ানো হয় বৌদ্ধ অধ্যয়ন নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৮:৪১
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয় বুদ্ধিস্ট স্টাডিজ় বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতীকী ছবি।

বৌদ্ধ অধ্যয়ন এমন এক পাঠ্যক্রম যেখানে বুদ্ধের জীবন, ধর্মীয় উপদেশ, দর্শন, ইতিহাস এবং সাংস্কৃতিক কী প্রভাব রয়েছে সেই সমস্ত বিষয় বিস্তরে পড়ানো হয়। স্নাতক, স্নাতকোত্তর পড়ার পর এই বিষয়ে গবেষণা অর্থাৎ পিএইচডি-রও সুযোগ থাকে।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে পড়ানো হয়। পাশাপাশি দেশের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, সাঁচি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-সহ আরও প্রতিষ্ঠানে পড়ানো হয় বৌদ্ধ অধ্যয়ন নিয়ে।

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ অধ্যয়ন বা বুদ্ধিস্ট স্টাডিজ় বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যে সমস্ত পড়ুয়ারা বুদ্ধিস্ট স্টাডিজ় অথবা পালি নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন সেই পড়ুয়ারা আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাই। আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করলে সেখানেই এই বিষয় যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। ৪ অগস্ট আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন। ১০০ টাকা প্রবেশিকা পরীক্ষার জন্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা হবে ১৮ অগস্ট। ২২ অগস্ট তার ফল ঘোষণা করা হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। ২৮ অগস্ট মৌখিক পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিস্ট স্টাডিজ় বিভাগ। সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর।

Advertisement

বুদ্ধিস্ট স্টাডিজ় পড়ার পর চাকরির সুযোগ বেশ কিছু ক্ষেত্রে। গবেষক অথবা অধ্যাপক হিসাবে কাজে নিযুক্ত হওয়া যায়। কোনও মিউজিয়াম বা সাংস্কৃতিক সংস্থায় কাজের সুযোগ থাকে। ঐতিহ্য সংরক্ষণে সংক্রান্ত নানা ক্ষেত্রে কাজ করা যায়। এ ছাড়াও ইউনেস্কো, আইসিইসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস), আইসিএইচআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ)-এর মতো আন্তর্জাতিক সংস্থাতেও চাকরির সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement