প্রতীকী ছবি।
এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ উচ্চ শিক্ষার সুযোগ। বিজ্ঞানের তিনটি বিষয়ে পিএচডি-র সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। এই মর্মে তাদের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এ জন্য পড়াশোনা করতে হবে প্রতিষ্ঠানে থেকেই। ১৩ জন সুযোগ পাবেন পিএইচডি-র। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। তবে, ব্যচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য প্রার্থীকে প্রথমে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমেপজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ২৫ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর ওয়েবসাইট থেকেই।